নিজস্ব প্রতিবেদক : সম্পদ ব্যবস্থাপক আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের পরিচালিত প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ডের মেয়াদ আরো ১০ বছর বাড়ানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ক্লোজ এন্ড মিউচ্যুয়াল ফান্ডটির মেয়াদ ২৪ জানুয়ারি ২০৩০ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ১০ বছর মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডটি ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ১০০ কোটি টাকা পরিশোধিত মূলধনের এ ফান্ডের বর্তমান ইউনিট দর ফেসভ্যালুর নিচে নেমে গেছে। আজ প্রতিটি ইউনিট সর্বশেষ লেনদেন হয়ছে ৪ টাকা ৮০ পয়সায়। মোট ১০ কোটি ইউনিটের মধ্যে ফান্ডটির স্পন্সর পরিচালকদের কাছে রয়েছে ২০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৫৬.৯৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ১.৫৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২১.৫১ শতাংশ ইউনিট। ফান্ডটি ২০১৫ থেকে ২০১৮ হিসাববছরে ৭ শতাংশ করে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী