৩ কোম্পানির ডিভিডেন্ড বিওতে জমা

সময়: মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০১৯ ৭:৪১:৫৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদেক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত স্টক ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের হিসাবে জমা হয়েছে। কোম্পানিগুলো হলো- কোহিনুর কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ লিমিটেড, মুন্নু জুট স্ট্যাফলার্স লিমিটেড এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যেমে কোম্পানিগুলোর ঘোষিত স্টক ডিভিডেন্ড আজ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বেনিফিসিয়ারি ওনার্স অ্যাকাউন্টে (বিও অ্যাকাউন্ট) জমা করা হয়েছে।
৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাববছরের জন্য কোহিনুর কেমিক্যাল ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০১৮ সমাপ্ত বছরে ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল। একই সময় মুন্নু জুট স্ট্যাফলাস ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০১৮ সমাপ্ত বছরে ৩৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল। ওয়েস্টার্ন মেরিন শিপইয়াড ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাব বছরে ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০১৮ সমাপ্ত বছরে ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪৫৭ বার পড়া হয়েছে ।
Tagged