নিজস্ব প্রতিবেদক: ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহের পরিকল্পনা করেছিল নির্মাণ খাতের শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মীর আক্তার হোসেন লিমিটেড। এজন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন জমা দেয় কোম্পানিটি। তবে বিএসইসি আবেদনটি অনুমোদন না করে বাতিল করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
দেশের অন্যতম পুরনো অবকাঠামো নির্মাণ কোম্পানি হিসেবে মীর আক্তার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রকল্পে সড়ক, সেতু, জলাধার ও শিল্পস্থাপনা নির্মাণে কাজ করে থাকে। পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর প্রতিষ্ঠানটি স্থিতিশীল কার্যক্রম চালালেও সম্প্রতি আর্থিক চাপে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
মূলধন সংকট কাটাতে প্রেফারেন্স শেয়ারের মাধ্যমে অর্থ সংগ্রহের চেষ্টা করেছিল মীর আক্তার। কিন্তু বিএসইসির অনুমোদন না পাওয়ায় আপাতত সেই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। এ বিষয়ে এখনো কমিশন বা কোম্পানির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।
২০২১ সালে তালিকাভুক্ত হওয়া প্রকৌশল খাতের ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১২০ কোটি ৭৭ লাখ টাকা। সর্বশেষ হিসাব অনুযায়ী, এর রিজার্ভ রয়েছে প্রায় ৩৯১ কোটি টাকা। ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।
বর্তমানে কোম্পানির মোট ১২ কোটি ৭ লাখ ৭১ হাজার শেয়ারের মধ্যে ৪৮.৫৮ শতাংশ উদ্যোক্তা-পরিচালকদের, ৬.৩৯ শতাংশ প্রাতিষ্ঠানিক এবং বাকি ৪৫.০৩ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।