শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফাইন ফুডসের সমাপ্ত হিসাব বছরের ক্যাশ ডিভিডেন্ড বিতরণ করা হবে আগামী ৫ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এ কোম্পানি সাধারণ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ হেড অফিসে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স (লেভেল-৬), ৪৪/১, রহিম স্কয়ার, নিউ মার্কট, ঢাকায় বিতরণ করবে। সকাল সাড়ে ১১টা থেকে বিকাল সাড়ে ৪টা পরযন্ত লভ্যাংশ সংগ্রহ করা যাবে।
এছাড়া মার্জিনধারীদের লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে।
উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরে ফাইন ফুডস ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান