বিনিয়োগকারী নির্বাচনে রেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি ফারইস্ট ফাইন্যান্সের লেনদেন আগামীকাল বন্ধ থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে গত ৩১ জুলাই থেকে শুরু হয়ে গতকাল স্পট মার্কেটে এ কোম্পানির লেনদেন শেষ হয়েছে। প্রসঙ্গত কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত আর্থিক বছরের জন্য কোন লভ্যাংশ ঘোষণা না করে বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করেছে। আগামী ৪ সেপ্টেম্বর সকাল ১০ টায় ঢাকার মহাখালিস্থ রাওয়া কমপ্লেক্সের অ্যাংকর সম্মেলন কক্ষে এজিএম অনুষ্ঠিত হবে।
কোম্পানিটির শেয়ার আজ সর্বশেষ ৩ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারের দর ২ টাকা ৯০ পয়সা থেকে ৭ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী