নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ১১ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ অনুষ্ঠিত হয়েছে। সভায় এ কোম্পানির লভ্যাংশ অনুমোদনসহ মোট পাঁচটি এজেন্ডা শেয়ারহোল্ডারবৃন্দ অনুমোদন করেন। কোম্পানি সমাপ্ত হিসাববছরের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৩ টাকা ৫৫ পয়সা । যা আগের বছর একই সময় ছিল ৪৪ পয়সা। ৩০ জুন,১৯ শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৮ টাকা ৭৪ পয়সা।
আগামী ২০২৩ সালের মধ্যে তৃতীয় সাবমেরিন ক্যাবল চালু করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড সভায় এমনটাই জানানো হয়েছে।
কোম্পানিটি জানায়, আমাদের বর্তমানে দুটি সাবমেরিন ক্যাবল রয়েছে। কিন্তু তা দিয়ে আমাদের কাজ সম্পন্ন করতে পারছিনা। তাই আমরা নতুন একটি সাবমেরিন ক্যাবল চালু করার সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে। আমরা আশা করছি আগামী ২০২৩ সালের মধ্যে ক্যাবলটি চালু করতে পারবো।
প্রসঙ্গত, ২০০৬ সালে বাংলাদেশ প্রথমবারের মতো সাবমেরিন ক্যাবল আন্তর্জাতিক কনসোর্টিয়ামে ‘সি-মি-উই-৪’ এ যুক্ত হয়। আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৫ চালু হয় ২০১৭ সালের সেপ্টেম্বরে।
কোম্পানির চেয়ারম্যান আশোক কুমার বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্বতন্ত্র পরিচালক নাসির উদ্দিন আহমেদ। পরিচালদের মধ্যে ছিলেন কর্নেল রাকিবুল করিম চৌধুরী, মো. জালাল উদ্দিন, মো. আজিজুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান, সেক্রেটারি আব্দুস সালাম খানসহ কর্মকর্তা ও শেয়ারহোল্ডারবৃন্দ।
দৈনিক শেয়াারবাজার প্রতিদিন/রী