বিদায়ী বছরে এসএমইতে লেনদেন দুই হাজার কোটি টাকা ছাড়িয়েছে

সময়: শুক্রবার, ডিসেম্বর ৩০, ২০২২ ৩:৪৯:৪৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী বছরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই প্লাটফর্মে দুই হাজার কোটি টাকা ছাড়িয়েছে। বছরজুড়ে এসএমই প্লাটফর্মে তালিকাভুক্ত ১৫ কোম্পানির মোট লেনদেন হয়েছে দুই হাজার ৪৪৯ কোটি ৫৮ লাখ টাকার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর ৬টি এসএমই কোম্পানি নিয়ে স্মল ক্যাপিটাল প্ল্যাটফর্মে লেনদেনের শুরু হয়৷ ২০২২ সালের শেষে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা দাঁড়ায় ১৫টি। এসব কোম্পানির মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় দুই হাজার ৪৪৯ কোটি ৫৮ লাখ ৩০ হাজার টাকা৷ যা মোট লেনদেনের ১.০৪ শতাংশ৷

বছর শেষে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানির বাজার মূলধনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৫৯০ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকা৷ ২০২২ সালে এসএমই খাতের ৬টি কোম্পানি শেয়ারবাজার থেকে ৬১ কোট ১০ লাখ টাকা মূলধন উওোলন করে৷ অপরদিকে ২০২১ সালে ৪টি কোম্পানি ৫৩ কোটি টাকা মূলধন উওোলন করেছিল৷

 

Share
নিউজটি ২০০ বার পড়া হয়েছে ।
Tagged