বিক্রেতা সংকটে হল্টেড দুই প্রতিষ্ঠান

সময়: রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০১৯ ৮:০২:০৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এবং এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের শেয়ার ও ইউনিট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গোল্ডেন গার্ভেস্ট এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের শেয়ার দর ৯.৯৩ শতাংশ বা ২ টাকা ৮০ পয়সা বেড়ে সর্বশেষ ৩১ টাকায় লেনদেন হয়েছে। সারাদিনে কোম্পানিটির ৫ লাখ ২৮ হাজার ৪৭৩টি শেয়ার ৩৫৫ বার হাতবদল হয়েছে। এগুলো বাজার মূল্য ছিল ১ কোটি ৬৩ লাখ ৮ হাজার টাকা। এছাড়া এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ইউনিটদর ৯.৫৫ শতাংশ বা ১ টাকা ৫০ পয়সা বেড়ে সর্বশেষ ১৭ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে। সারাদিনে কোম্পানিটির ১৭ লাখ ৭৪ হাজার ৭০৫টি শেয়ার ৯৩১ বার হাতবদল হয়েছে। এগুলোর বাজার মূল্য দাঁড়ায় ২ কোটি ৮৮ লাখ ১১ হাজার টাকা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪৯৯ বার পড়া হয়েছে ।
Tagged