নিজস্ব প্রতিবেদক : ভুয়া কাগজপত্র দিয়ে প্রায় ১৭৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড’-এর (বিডিবিএল) দুই কর্মকর্তাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে ‘দুর্নীতি দমন কমিশন’ (দুদক) ।
মামলার অন্যতম আসামিরা হলেন- এমএম ভেজিটেবল অয়েল প্রোডাক্টস লিমিটেড-এর চেয়ারম্যান মো. হেফাজেতুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন, পরিচালক কফিল উদ্দিন, শফিক উদ্দিন, লুসিডা ট্রেডিং-এর মালিক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, মেসার্স গ্লোব ইন্টারন্যাশনালের মালিক মো. মাহবুবুল আলম, বিডিবিএল প্রিন্সিপাল শাখার সাবেক জেনারেল ম্যানেজার সৈয়দ নুরুর রহমান কাদরী ও সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) দীনেশ চন্দ্র সাহা।
গতকাল সোমবার দুদকের ঢাকা সমন্বিত জেলা প্রধান কার্যালয়-১-এ উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে জানা গেছে।
দুদক সূত্রে জানা যায়, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)-এর প্রিন্সিপাল শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা জাল ডকুমেন্ট ও বেনিফিশিয়ারি প্রতিষ্ঠানের বাস্তব অস্তিত্ব আছে কি না Ñতা যাচাই না করে প্রতারণার আশ্রয় নিয়েছে। জাল নথিপত্র জেনেও আসামিরা ক্ষমতার অপব্যবহার করে আর্থিক সুবিধা নেয়ার উদ্দেশ্যে ১৭৪ কোটি টাকা আত্মসাৎ করেছে।
বিডিবিএল-এর ১১ কর্মকর্তা হলেনÑ দীনেশ চন্দ্র সাহা, সাবেক এসপিও, প্রিন্সিপাল শাখা, বিডিবিএল; (২) সৈয়দ নুরুর রহমান কাদরী, অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার, বাংলাদেশ ডেভেলমেন্ট ব্যাংক লিমিটেড, (৩) মো. হেফাজেতুর রহমান, চেয়ারম্যান, এমএম ভেজিটেবল অয়েল প্রোডাক্টস লিমিটেড, (৪) জহির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, এমএম ভেজিটেবল অয়েল প্রোডাক্টস লিমিটেড, (৫) কামাল উদ্দিন, পরিচালক, এমএম ভেজিটেবল অয়েল প্রোডাক্টস লিমিটেড, (৬) কফিল উদ্দিন, পরিচালক, এম এম ভেজিটেবল অয়েল প্রোডাক্টস লিমিটেড, (৭) রফিক উদ্দিন, পরিচালক, এমএম ভেজিটেবল অয়েল প্রোডাক্টস লিমিটেড, (৮) শফিক উদ্দিন, পরিচালক, এমএম ভেজিটেবল অয়েল প্রোডাক্টস লিমিটেড, (৯) জসিম উদ্দিন, পরিচালক, এমএম ভেজিটেবল অয়েল প্রোডাক্টস লিমিটেড, (১০) মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, প্রোপাইটার, লুসিডা ট্রেডিং, (১১) মো: মাহবুবুল আলম চেীধুরী, প্রোপাইটার, মেসার্স গ্লোব ইন্টারন্যাশনাল।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান