প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

সময়: শনিবার, অক্টোবর ২৪, ২০২০ ৬:২৯:২১ অপরাহ্ণ


১৭ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডকে নিয়ে সবুজ হাওলাদার সম্পর্ যে সংবাদ প্রকাশিত হয়েছে তার প্রতিবাদ জানিয়েছে এনআরবি ইক্যুইটি মানেজমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটির ভাষ্য মতে, কাজী সাইফুর রহমান তাদের কোন কালেই এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড এর কোন শেয়ারহোল্ডার ছিলেন না বা তাহার স্ত্রী জনাবা শাহানা তাসনীন শেয়ার হোল্ডার হিসেবে ১৪-০২-২০১৮ তারিখ থেকে ও পরিচালক হিসেবে ২৫-০২-২০১৮ হতে কমরত আছে সেখানে সবুজ হাওলাদার কতৃক এই ধরণের মিথ্যা বক্তব্য পত্রিকায় আসা ও তাহাকে ভিন্নভাবে সমর্ন করে জনাব মোস্তফা কামাল এর সিইও হিসাবে দায়িত্বকে খাটো করা কোনভাবেই গৃহীত হওয়া উচিত হয় নাই বলে তাদের বিশ্বাস। এছাড়া এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড তাদের পাঠানো প্রতিবাদ লিপিতে প্রতিষ্ঠানটির পরিচালক মো: কামরুল হাসান ও সবুজ হাওলাদারকে সম্পৃক্ত করে অপ্রাসঙ্গিক বিভিন্ন বিষয় তুলে ধরেছেন।

 

প্রতিবেদকের বক্তব্য:

গত ১৭ সেপ্টেম্বর ২০২০ তারিখে দৈনিক শেয়ারবাজার প্রতিদিনে “এনআরবি ইক্যুইটি নিয়ে সবুজ হাওলাদারের অভিযোগপত্রে ভয়ঙ্কর তথ্য প্রকাশ” শিরোনামে প্রকাশিত সংবাদে শুধুমাত্র সবুজ হাওলাদার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) যে অভিযোগপত্র দাখিল করেছিল তা প্রকাশ করা হয়েছে। যে কেউ যেকোন বিষয়ে কমিশনে অভিযোগ জানাতেই পারে। আর সংবাদ সংগ্রাহক হিসেবে সেই অভিযোগের প্রমাণসহ খবর প্রকাশিত হয়েছে মাত্র যেখানে স্বাভাবিকভাবেই সবুজ হাওলাদারের সঙ্গে কথা বলে তার বক্তব্য প্রকাশিত হয়েছে। কিন্তু কাজী সাইফুর রহমানের সঙ্গে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার কোন মন্তব্য পাওয়া যায়নি। এখানে প্রকাশিত সংবাদের প্রতিবেদকের নিজস্ব কোন কথাই লেখা হয়নি।

ভারপ্রাপ্ত সম্পাদক-

Share
নিউজটি ৪২৮ বার পড়া হয়েছে ।
Tagged