নিজস্ব প্রতিবেদক: ৩০ জুন ২০১৯ সমাপ্ত আর্থিক বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি সাভিসেস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত আর্থিকবছরের জন্য কোম্পানিটি ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৭৩ পয়সা। ৩০ জুন ২০১৯ সমাপ্ত বছরে শেয়ারপ্রতি দায় দাঁড়িয়েছে ২ টাকা ৩ পয়সা।
আগামী ২৬ ডিসেম্বর সন্ধ্যা ৬.৩০ মিনিটে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। বিনিয়োগকারী নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ ডিসেম্বর।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী