বীমা খাতের ২০ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে

সময়: রবিবার, অক্টোবর ২০, ২০১৯ ৯:০৮:১৩ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের মন্দা পরিস্থিতিতেও বীমা খাতের কোম্পানিগুলোতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। গত মাসে এ খাতের ২০ কোম্পানিতে বিনিয়োগ বাড়িয়েছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর এক হালনাগাদ হিসাবে এ তথ্য উঠে এসেছে।
তথ্যমতে, বীমা খাতের তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা ৪৭টি। গত বৃহস্পতিবার পর্যন্ত ডিএসই-তে সেপ্টেম্বর মাসে ৩৭টি প্রতিষ্ঠান তাদের শেয়ার ধারণ সংক্রান্ত তথ্য হালনাগাদ করেছে । এসব প্রতিষ্ঠানের মধ্যে ২০টিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ার তথ্য পাওয়া গেছে। এছাড়া এ খাতে বিনিয়োগ কমেছে ১২টি প্রতিষ্ঠানের এবং ৫টি কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ অপরিবর্তিত রয়েছে।
বীমা খাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ‘বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’ (বিজিআইসি)-এর শেয়ার আছে সবচেয়ে বেশি। কোম্পানিটির মোট ৫ কোটি ৪০ লাখ ২৭ হাজার ২৫৫টি শেয়ার আছে। এর মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ৪৬ দশমিক ৫৭ শতাংশ বা ২ কোটি ৫১ লাখ ৬০ হাজার ৪৯২টি শেয়ার।
এ খাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দ্বিতীয় পছন্দের তালিকায় রয়েছে ‘ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’। কোম্পানিটির মোট ৭ কোটি ৪৭ লাখ ৪২ হাজার ৭৫১টি শেয়ার আছে। এর মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ৪০ দশমিক ১৭ শতাংশ বা ৩ কোটি ২৪ হাজার ১৬৩টি শেয়ার।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ারধারনের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ‘ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড’। কোম্পানিটির মোট ৪ কোটি ৪৫ লাখ শেয়ার আছে। এর মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিকট আছে ৩৭ দশমিক ৯২ শতাংশ বা ১ কোটি ৬৮ লাখ ৭৪ হাজার ৪০০ টি শেয়ার।
এছাড়া অন্যান্য যেসব বীমা কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে সেগুলো হচ্ছে- অগ্রণী ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশানাল ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স।
সংশ্লিষ্টরা বলছেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিনিয়োগ বাড়িয়েছেন এটা ভালো লক্ষণ। তারা ভালো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানিতে বিনিয়োগ বাড়ায়। তবে, অতীতে বিনিয়োগকারীরা বীমা খাতে বিনিয়োগ করে বেশ লোকসানে পড়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিল।
তারা বলছেন, দীর্ঘদিন অবহেলিত থাকার পর এ খাতের কোম্পানির শেয়ার দর বেশ উল্লম্ফন দেখা যাচ্ছে। এর পেছনে কোনো অপতৎপরতা বা কোনো চক্র জড়িত আছে কি নাÑ তা নিয়ন্ত্রক সংস্থাকে খতিয়ে দেখা উচিত।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪৯৮ বার পড়া হয়েছে ।
Tagged