বে-লিজিং’র লভ্যাংশ বিতরণ শুরু রবিবার

সময়: বুধবার, জুলাই ২৪, ২০১৯ ১:০০:১০ অপরাহ্ণ


পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ‘এ’ ক্যাটাগরির বে-লিজিং’র নগদ লভ্যাংশ আগামী রবিবার থেকে বিতরণ শুরু হচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে আজ এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ ২৮ জুলাই রবিবার থেকে বিতরণ শুরু করবে। এ বিতরণ প্রক্রিয়া আগামী ৩০ জুলাই মঙ্গলবার পর্যন্ত চলবে। ঢাকার দিলকুশাস্থ ইউনুস ট্রেড সেন্টারের ১৮ তলায় অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয় থেকে এ লভ্যাংশ বিতরণ করা হবে। যেসব বিনিয়োগকারী উপস্থিত হয়ে লভ্যাংশ সংগ্রহ করতে পারবেন না পরবর্তী সময়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যেমে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ঠিকানায় তা পৌঁছে দেওয়া হবে।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত আর্থিক বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। কোম্পানিটির শেয়ার গতকাল সর্বশেষ ১৫ টাকা ১০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে ১২ টাকা ৯০ পয়সা থেকে ২৫ টাকা ৩০ পয়সায় লেনদেন হয় এ কোম্পানির শেয়ার।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩৮২ বার পড়া হয়েছে ।
Tagged