প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বোনাস শেয়ার জমা

সময়: বুধবার, আগস্ট ২৮, ২০১৯ ৭:১৯:২৫ অপরাহ্ণ


পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ঘোষিত বোনাস লভ্যাংশ বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে।

সেন্ট্রাল ডিপজিটরি অব বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ঘোষিত বোনাস লভ্যাংশ আজ বুধবার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসেবে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।
কোম্পানিটির শেয়ার আজ সর্বশেষ ১৫৭ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারের দর ৯১ টাকা থেকে ১৬৫ টাকা ৭০ পয়সায় ওঠানামা করে।
২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৩ কোটি ৩৪ লাখ ৯০ হাজার টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৩৩ লাখ ৪৯ হাজার ১৭৫টি। ৩১ জুলাই ২০১৯ সাল পর্যন্ত পরিচালকদের কাছে রয়েছে ৩৯.৫৯ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৮.০৫ শতাংশ শেয়ার ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩২.৩৬ শতাংশ শেয়ার।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪৬৩ বার পড়া হয়েছে ।
Tagged