ব্যবসায়ী ভাবনা : কোনো ব্যাংকই সিঙ্গেল ডিজিটে ঋণ দিচ্ছে না —- হাবিব উল্লাহ ডন, প্রেসিডেন্ট, বারভিডা

সময়: সোমবার, জুলাই ২২, ২০১৯ ৪:৪০:২৫ পূর্বাহ্ণ


ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি পূরণে সরকারের পক্ষ থেকে ব্যাংক ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার উদ্যোগ নেয়া হলেও ব্যবসায়ীদের কোনো ব্যাংকই তা মানছে না। এ প্রেক্ষিতে দৈনিক শেয়ারবাজার প্রতিদিন ব্যবসায়ীদের ভাবনা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে। আজকের পর্বে এক্সিম ব্যাংক ও এফবিসিসিআই’র পরিচালক এবং বাংলাদেশ রিকন্ডিশন ভেহিক্যাল ইম্পোটার্স অ্যান্ড ডিলারস এসোসিয়েশন (বারভিডা)-এর প্রেসিডেন্ট হাবিব উল্লাহ ডন-এর বক্তব্য তুলে ধরা হলো। সাক্ষাৎকারটি নিয়েছেন মুহাম্মাদ আবদুর রাজ্জাক

বারভিডা প্রেসিডেন্ট হাবিব উল্লাহ ডন বলেন, ‘সরকার ঘোষণা দেয়ার পর একবার ঢাকা ব্যাংক থেকে সুদের হার সিঙ্গেল ডিজিটে ঋণ পেয়েছিলাম বটে। তবে তা অতি অল্প সময়ের জন্য। বর্তমানে সরকারি-বেসরকারি কোনো ব্যাংকই সিঙ্গেল ডিজিট সুদে ঋণ দিচ্ছে না। বিশেষ কেউ যদি পেয়ে থাকে সেটা তাদের ব্যাপার। কিন্তু ব্যবসায়ীরা সিঙ্গেল ডিজিটে ঋণ পাচ্ছে না।’
কোনো ব্যাংক সিঙ্গেল ডিজিটে ঋণ দিচ্ছে ব্যাংক বা কারো এমন দাবিকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, ‘এটা অবাস্তব। কেউ প্রমাণ দিতে পারলে আমি আমার একাউন্ট ট্রান্সফার করে ঋণ নিতে প্রস্তুত আছি।’

তিনি আরও বলেন, ‘মূলত সিঙ্গেল ডিজিট সুদের কোনো সুবিধা দেশে নেই। সিঙ্গেল ডিজিট সুদে ঋণ নিয়ে বর্তমান বিশৃঙ্খল অবস্থার অবসানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘এফবিসিসিআই’ (ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি) উদ্যোগ নিলে সুফল পাওয়া যাবে।’ একই সঙ্গে প্রতি জেলায় শিল্পপার্ক এবং সবুজ শিল্পায়ন গড়ার জন্য ৭ থেকে ৮ ভাগ হারে সুদ দেয়ার ব্যবস্থা নেয়ার জন্য ব্যবসা-বান্ধব সরকারের প্রতি আহবান জানান তিনি।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৫৯৯ বার পড়া হয়েছে ।
Tagged