নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে আজ ৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো: গ্রামীণ ফোন, গ্রীন ডেলটা ইন্স্যুরেন্স, আইবিবিএল মুদারাবা পারপাচ্যুয়াল বন্ড এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স।
আজ ব্লক মার্কেটে এসব কোম্পানির মোট ৬ লাখ ৭৩ হাজার ৪৭৫টি শেয়ার ১০ বার হাত বদল হয়েছে। টাকার অঙ্কে এগুলোর মোট মূল্য ছিল ১১ কোটি ৯৬ লাখ ৫৪ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ব্লক মার্কেটে লেনদেনের সর্বোচ্চ অবস্থানে রয়েছে গ্রামীণ ফোন। ছয়বার হাত বদল হয়ে কোম্পানিটির মোট ৯ কোটি ৪৬ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স। দুইবার হাত বদল হয়ে ১ কোটি ৭৯ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
গ্রীণ ডেলটা রয়েছে লেনদেনের তৃতীয় সর্বোচ্চ অবস্থানে। একবার হাত বদল হয়ে ৪৩ লাখ ২০ হাজার টাকার লেনদেন হয়েছে।
এছাড়া আইবিবিএল মুদারাবা পারপাচ্যুয়াল বন্ড ২৭ লাখ ৬০ হাজার টাকার লেনদেন হয়েছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী