সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সময়: শনিবার, ডিসেম্বর ২৪, ২০২২ ৩:৫৮:১৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১৮-২২ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লুজার তালিকা প্রকাশ
করা হয়েছে। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ওরিয়ন ইনফিউশনের। এর ফলে ডিএসইর সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহের শুরুতে ওরিয়ন ইনফিউশনের উদ্বোধনী দর ছিল ৭২০ টাকা ৩০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৫২৮ টাকা ৩০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ১৯২ টাকা বা ২৬.৬৬ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে কোহিনূর কেমিক্যালের ১৯.৯৭ শতাংশ,অ্যাডভেন্ট ফার্মার ১৪.২৩ শতাংশ, আমরা নেটওয়ার্কের ১৩.৯৪ শতাংশ, মনোস্পুল পেপারের ১৩.০৯ শতাংশ, জেমিনি সী ফুডের ১২.১৮ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ১১.৯৭ শতাংশ, আমরা টেকনোলজির ১১.৪০ শতাংশ, সোনালী আঁশের ১১.০৩ শতাংশ এবং জেনেক্স ইনফোসিসের ১০.৯২ শতাংশ দর কমেছে।

 

Share
নিউজটি ১৩৯ বার পড়া হয়েছে ।
Tagged