ব্লক মার্কেটে ১৩ কোটি টাকার লেনদেন

সময়: বৃহস্পতিবার, জুলাই ২৫, ২০১৯ ১১:৪২:৫১ পূর্বাহ্ণ


ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে আজ ১১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো- ব্র্র্যাক ব্যাংক, আইডিএলসি, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, অগ্রণী ইন্স্যুরেন্স, ফু-ওয়াং ফুড, মুন্নু জুট স্টাফলার্স ,অলিম্পিক ইন্ডাস্টিজ, পিপলস ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, সুহৃদ ইন্ডাস্টিজ ও স্কয়ার ফার্মা।

এসব কোম্পানির ৪২ লাখ ৫৭ হাজার ৮২৪ টি শেয়ার ১৮ বার হাত বদল হয়েছে। যার মোট মূল্য ছিল ১৩ কোটি ২৩ লাখ ৯২ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্র্যাক ব্যাংকের শেয়ার। একবার হাত বদল হয়ে কোম্পানিটির মোট ৬ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে আইডিএলসি। কোম্পানির ২ কোটি ৯৯ লাখ ৩৭ হাজার টাকার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের রয়েছে লেনদেনের তৃতীয় অবস্থানে। ফান্ডটির মোট ১ কোটি ৭১ লাখ ৭৫ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

এছাড়া অগ্রণী ইন্স্যুরেন্সের ৭ লাখ ৩৩ হাজার টাকার, ফুওয়াং ফুডের ৫৯ লাখ ৬৫ হাজার টাকার, মুন্নু জুট স্টাফলার্সের ৫ লাখ ৪৬ হাজার টাকার, অলিম্পিকেরর ৪৩ লাখ ২০ হাজার টাকার, পিপলস ইন্স্যুরেন্সের ৫ লাখ ৪ হাজার টাকার, প্রাইম ইন্স্যুরেন্সের ১৫ লাখ ৬ হাজার টাকার, সুহৃদের ৩৪ লাখ টাকার এবং স্কয়ার ফার্মার ৫৮ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪১২ বার পড়া হয়েছে ।
Tagged