নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে আজ ১৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো: আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, বঙ্গজ লিমিটেড, কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল মিলস লিমিটেড, আরডি ফুডস লিমিটেড, রিলয়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সায়হাম কটন মিলস লিমিটেড, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, এসকে ট্রিমস লিমিটেড, সোনারবাংলা ইন্স্যুরেন্স এবং স্কয়ার ফার্মাসিটিউক্যালস লিমিটেড।
আজ ব্লক মার্কেটে এসব কোম্পানির মোট ১২ লাখ ৩৮ হাজার শেয়ার ২০ বার হাত বদল হয়েছে। টাকার অঙ্কে এগুলোর মোট মূল্য ছিল ৭ কোটি ১০ লাখ ২৮ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এসকে ট্রিমসের। তিনবার হাত বদল হয়ে মোট ২ কোটি ৯৬ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে ছিল সিঙ্গার বিডি। একবার হাত বদল হয়ে ১ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিনো বাংলা রয়েছে লেনদেনের তৃতীয় সর্বোচ্চ অবস্থানে। পাঁচবার হাত বদল হয়ে ১ কোটি ১২ লাখ ১০ হাজার টাকার লেনদেন হয়েছে।
এছাড়া আলিফ ম্যানুফ্যাকচারিং ৫ লাখ ৮৫ হাজার টাকা, বঙ্গজ ৫ লাখ ৬৭ হাজার টাকা, কপারটেক ২২ লাখ ২৪ হাজার টাকা, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ৫ লাখ ৬৪ হাজার টাকা, প্যারামাউন্ট টেক্সটাইল ১১ লাখ ৬ হাজার টাকা, আরডি ফুড ১৩ লাখ ৩০ হাজার টাকা, রিলায়েন্স ইন্স্যুরেন্স ৬ লাখ ৩৯ হাজার টাকা, সায়হাম কটন ৫ লাখ ২০ হাজার টাকা, সোনারবাংলা ইন্স্যুরেন্স ২১ লাখ টাকা এবং স্কয়ার ফার্মা ১০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী