ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ২২ কোটি টাকার বেশি লেনদেন

সময়: রবিবার, মে ১৬, ২০২১ ৪:৪৯:৩৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার ব্লক মার্কেটে ২৮ কোম্পানির ২২ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- এনআরবিসি ব্যাংক, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, তৌফিকা ফুডস, এডিএন টেলিকম, অগ্রণী ইন্স্যুরেন্স, অ্যাপোলো ইস্পাত, আজিজ পাইপস, বিএটিবিসি, বিবিএস ক্যাবলস, বিডি থাই অ্যালুমিনিয়াম, বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক, ঢাকা ডাইং, ডিবিএইচ, ডেল্টা স্পিনার্স, ড্রাগন সোয়েটার, এস্কয়ার নিট কম্পোজিট, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, জিবিবি পাওয়ার, জিপিএইচ ইস্পাত, কোহিনুর কেমিক্যাল, কাট্টালি টেক্সটাইল, এল.আর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, ন্যাশনাল ফিড মিল, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, উত্তরা ব্যাংক ও ওয়ালটন হাইটেক লিমিটেড। কোম্পানিগুলোর ৯২ লাখ ৯৪ হাজার ৮৪৭টি শেয়ার ৮৬ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২১ কোটি ৮৪ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৭ কোটি ৯৭ লাখ ১৮ হাজার টাকার লেনদেন হয়েছে এনআরবিসি ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৪৮ লাখ টাকার বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৩১ লাখ ৭৬ হাজার টাকার লেনদেন হয়েছে তৌফিকা ফুডসের ।

এছাড়া অ্যাডভেন্ট ফার্মার ৫ লাখ ৫৫ হাজার টাকার, অগ্রণী ইন্স্যুরেন্সের ৬ লাখ ১০ হাজার টাকার, এপোলো ইস্পাতের ১৯ লাখ ২০ হাজার টাকার, আজিজ পাইপসের ৫ লাখ টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ১ কোটি ৮ লাখ টাকার, বিবিএস কেবলসের ১২ লাখ ৫২ হাজার টাকার, বিডি থাইয়ের ৩৭ লাখ ২০ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৯ লাখ ১০ হাজার টাকার, সিটি ব্যাংকের ৯১ লাখ ৩৫ হাজার টাকার, ঢাকা ডাইংয়ের ৭৯ লাখ ৮০ হাজার টাকার, ডিবিএইচের ৬৮ লাখ ২৯ হাজার টাকার, ডেল্টা স্পিনার্সের ৭২ লাখ ৫৪ হাজার টাকার, ড্রাগন সোয়েটারের ৭৬ লাখ ৪৪ হাজার টাকার, এস্কয়ার নিটের ২০ লাখ ৯৬ হাজার টাকার, ফারইস্ট লাইফের ৭০ লাখ ১১ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১১ লাখ ৯ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ৫৯ লাখ ৭৭ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ৫ লাখ ৩১ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ৯৯ লাখ ৯০ হাজার টাকার, এলআর গ্লোবাল ওয়ান মিউচ্যুয়াল ফান্ডের ৮ লাখ ৫৪ হাজার টাকার, ন্যাশনাল ফিড মিলসের ৯৮ লাখ টাকার, ন্যাশনাল পলিমারের ৭৩ লাখ ৫৭ হাজার টাকার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৩১ লাখ ৯৮ হাজার টাকার, উত্তরা ব্যাংকের ৬ লাখ ২৩ হাজার টাকার এবং ওয়ালটনের ৩১ লাখ টাকার লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪১৬ বার পড়া হয়েছে ।
Tagged