নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার ব্লক মার্কেটে মোট ৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১৭ লাখ ৩২ হাজার ৫০০ শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪ কোটি ৫৪ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে উত্তরা ব্যাংক লিমিটেডের।
স্কয়ার ফার্মা ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
তৃতীয় স্থানে থাকা রিজেন্ট টেক্সটাইল ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- কাট্টালি টেক্সটাইল, নাভানা সিনজি, প্রিমিয়ার ব্যাংক, সোনারবাংলা ইন্স্যুরেন্স ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান