নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে আজ ৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো: আলিফ ম্যানুফ্যাকচারিং, ডেফোডিল কম্পিউটার্স, খুলনা পাওয়ার, মিরাকল ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল ফিড মিলস, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, এসকে ট্রিমস এবং স্কায়ার ফার্মা।
আজ ব্লক মার্কেটে এসব কোম্পানির মোট ১৩ লাখ ৩৬ হাজার শেয়ার ১৪ বার হাত বদল হয়েছে। টাকার অঙ্কে এগুলোর মোট মূল্য ছিল ৫ কোটি ৬৩ লাখ ১৮ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে লেনদেনের সর্বোচ্চ অবস্থানে রয়েছে খুলনা পাওয়ার। একবার হাত বদল হয়ে কোম্পানিটির মোট ৩ কোটি ৫৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে ডেফোডিল কম্পিউটার্স। ছয়বার হাত বদল হয়ে ১ কোটি ৩৭ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্কয়ার ফার্মা রয়েছে লেনদেনের তৃতীয় সর্বোচ্চ অবস্থানে। একবার হাত বদল হয়ে ৩০ লাখ ৬০ হাজার টাকার লেনদেন হয়েছে।
এছাড়া আলিফ ম্যানুফ্যাকচারিং ৮ লাখ ২০ হাজার টাকা, মিরাকল ইন্ডাস্ট্রিজ ৫ লাখ ২৫ হাজার টাকা, ন্যাশনাল ফিড মিলস ১২ লাখ ১০ হাজার টাকা, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ৭ লাখ ৩০ হাজার টাকা এবং এসকে ট্রিমস ৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী