ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে আজ ৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, কনফিডেন্স সিমেন্ট, ব্যাক ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইলস , রেনউইক যজ্ঞেশ্বর, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ভিএফএস থ্রেড ডাইং ও ওয়াটা কেমিক্যালস ।
কোম্পানিগুলোর ৩১ লাখ ৮৪ হাজার ৫৮৩টি শেয়ার ৩৫ বার হাত বদল হয়েছে। টাকার অঙ্কে এগুলোর মোট মূল্য ছিল ৬৫ কোটি ৬৮ লাখ ৮৬ হাজার টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, লেনদেনের সর্বোচ্চ অবস্থানে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। দুইবার হাত বদল হয়ে কোম্পানিটির মোট ৪৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে কনফিডেন্স সিমেন্ট। পনেরবার হাত বদল হয়ে ৮ কোটি ৫ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ওয়াটা কেমিক্যাল রয়েছে লেনদেনের তৃতীয় অবস্থানে। কোম্পানিটির দুইবার হাত বদল হয়ে ৪ কোটি ৪৭ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যান্য কোম্পানিগুলোর মধে ব্যাক ব্যাংক ৪৭ লাখ ৫৯ হাজার টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলস ১ কোটি ৫৮ লাখ ৭৫ হাজার টাকা, রেনউইক যজ্ঞেশ্বর ১৫ লাখ ৩০ হাজার টাকা, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ ৯৭ লাখ ১২ হাজার টাকা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ১ কোটি ৩৮ লাখ ৩২ হাজার টাকা ও ভিএফএস থ্রেড ডাইং ১৪ লাখ ১৫ হাজার টাকার শেয়ারর লেনদেন করেছ।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী