নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে আজ ৮ কোম্পানির লেনদেনে হয়েছে। কোম্পানিগুলো হলো- ইসলামি ব্যাংক, বেক্সিমকো ফামা, ডেল্টা ব্র্যাক হাউজিং, আমান কটন, অগ্রণী ইন্স্যুরেন্স, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও প্রাইম ইন্স্যুরেন্স।
কোম্পানিগুলোর ৬৪ লাখ ৯২ হাজার ৫৭৫টি শেয়ার ৮ বার হাত বদল হয়েছে। যার মোট মূল্য ছিল ১৯ কোটি ১৭ লাখ ১৬ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন খাতের ‘বি’ ক্যাটাগরির বিকন ফার্মার শেয়ার। একবার হাত বদল হয়ে কোম্পানিটির মোট ১১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে ব্যাংকিং খাতের ‘এ’ ক্যাটাগরির ব্রাক ব্যাংকের। কোম্পানির ৫ কোটি ৩১ লাখ ১৩ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
প্যারামাউন্ট টেক্সটাইল ছিল লেনদেনের তৃতীয় অবস্থানে। কোম্পানির মোট ১ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলো মধ্যে আমান কটনের ১ কোটি ৩ লাখ ১৩ হাজার, অগ্রণী ইন্স্যুরেন্স ৮ লাখ ১০ হাজার, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড ১৩ লাখ ৪০ হাজার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ৫১ লাখ ৩০ হাজার ও প্রাইম ইন্স্যুরেন্সের ৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান