editorial

মন্দা পুঁজিবাজারে সূচকের হঠাৎ উল্লম্ফন

সময়: বুধবার, অক্টোবর ১৬, ২০১৯ ৬:৩১:৪১ অপরাহ্ণ


টানা মন্দা বাজারে গতকাল মঙ্গলবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সূচকের হঠাৎ উল্লম্ফন দেখা গেছে। এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে ১১০ দশমিক ৩৩ পয়েন্ট এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে ১৪৯ দশমিক ৩৩ পয়েন্ট। পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে গতকাল ব্রোকার হাউজগুলোর সঙ্গে বৈঠক করেছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ’ (আইসিবি)। ওই বৈঠকে বন্ডের মাধ্যমে পুঁজিবাজারের সেকেন্ডারি মার্কেটে এক হাজার কোটি টাকা বিনিয়োগ করবে বলে জানিয়েছে সংস্থাটি। এ খবরের প্রভাব বাজারে পড়তে পারে বলে মনে করছেন কেউ কেউ। যে কারণে বাজার ঊর্ধ্বগতি হয়েছে।
এদিকে উভয় স্টক একচেঞ্জের প্রধান সূচকে উল্লম্ফন দেখা গেলেও চিন্তিত সাধারণ বিনিয়োগকারীরা। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ছয় দিনের টানা পতনে ডিএসই প্রধান সূচক কমেছে ২২৭ পয়েন্ট। পাশাপাশি বাজার মূলধন কমেছে ১৭ হাজার কোটি টাকা। এ কারণে গতকালও বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ লক্ষ্য করা গেছে। তাদের মতে, এটা পুঁজিবাজারের স্বাভাবিক গতি নয়। এর মধ্যে শুভঙ্করের ফাঁকি রয়েছে। নানা প্রক্রিয়ায় মন্দা বাজারে কৃত্রিম উল্লম্ফন তৈরি করা হয়েছে। টানা মন্দা বাজারে দুয়েকদিন হঠাৎ হঠাৎ সূচক ও শেয়ারদর বাড়তেই পারে। এটা বাজারে দীর্ঘ মেয়াদে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছেন তারা।
বাজারসংশ্লিষ্টদের মতে, যেসব কারণে পুঁজিবাজারে দরপতন হচ্ছে সেগুলোর মধ্যে রয়েছেÑ আস্থার সংকট, কোম্পানির দুর্বল পারফরমেন্স, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তা, ফরেন সেল বেড়ে যাওয়া ইত্যাদি। কিন্তু এর বাইরে আরও একটি বড় কারণ থাকতে পারে। সেটা হচ্ছেÑ পুঁজিবাজারকে ঘিরে নতুন কোনো কারসাজি কিংবা বাজার খেলোয়াড়দের অদৃশ্য হাত। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলোকে এ বিষয়টি অবশ্যই বিশেষভাবে খতিয়ে দেখা উচিত।

Share
নিউজটি ৪৩৯ বার পড়া হয়েছে ।
Tagged