মার্কেন্টাইল ব্যাংকের ২ পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

সময়: বুধবার, অক্টোবর ২, ২০১৯ ৫:৫৭:৩৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের মার্কেন্টাইল ব্যাংকের ২ পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সংশ্লিষ্ট কোম্পানির উদ্যোক্তা তৌফিক রহমান চৌধুরি তার হাতে থাকা মোট ২১ লাখ ২৫ হাজার শেয়ারের মধ্যে ১ লাখ শেয়ার ও মিজানুর রহমান চৌধুরি ৭২ লাখ ৭৮ হাজার ৫২২টি শেয়ারর মধ্যে ৬ লাখ ২৮ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

অন্যদিকে ইউনাইটেড ফাইন্যান্সের কর্পোরেট উদ্যোক্তা ন্যাশনাল ব্রোকার্স লিমিটেড ২ লাখ ৮০ হাজার শেয়ার সাধারণ মার্কেট থেকে ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

আগামী ৩১ অক্টোবরের মধ্যে বাজারদর অনুযায়ী এসব শেয়ার ক্রয়-বিক্রয় করা হবে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪২২ বার পড়া হয়েছে ।
Tagged