সূচক কমলেও বেড়েছে লেনদেন

ফের উত্থানে ফিরেছে শেয়ারবাজার

সময়: সোমবার, সেপ্টেম্বর ১৩, ২০২১ ৪:৫৭:০৩ অপরাহ্ণ


দর সংশোধনের পর আবারও উত্থানে ফিরেছে দেশের শেয়ারবাজার। আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের উত্থান হলেও লেনদেনের পরিমাণ কমেছে। এদিন দেশের শেয়ারবাজারের প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনট দর বেড়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫.৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ২১৮.০৫ পয়েন্টে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৭৮.৮২ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ২.৯৫ পয়েন্ট কমেছে।

ডিএসইতে আজ ২ হাজার ৪০ কোটি ৫৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৬৬৭ কোটি ৮৭ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৭০৮ কোটি ৪০ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮৯টির বা ৫০.৪০ শতাংশের, শেয়ার দর কমেছে ১৪৩টির বা ৩৮.১৩ শতাংশের এবং ৪৩টির বা ১১.৪৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৬.৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৩১.১৬ পয়েন্টে। সিএসইতে আজ ৩২৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬৪টির দর বেড়েছে, কমেছে ১২৭টির আর ৩২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬৭ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ৩৪৬ বার পড়া হয়েছে ।
Tagged