২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

মিরাকল ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা স্থগিত

সময়: রবিবার, ডিসেম্বর ১, ২০১৯ ৯:০০:২২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের মিরাকল ইন্ডাস্ট্রিজের বোর্ড সভার তারিখ স্থগিত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সুত্রে এ তথ্য জানা গেছে।

জান যায়, গত ২৮ নভেম্বর বিকাল ৩টায় এ কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্ত অনিবার্যকারণে তা অনুষ্ঠিত হয়নি। বোর্ড সভার নতুন তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।

সভায় কোম্পানিটির ৩০ জুন ২০১৯ সমাপ্ত আর্থিক বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে।
এদিকে আজ কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৯ টাকা ৭০ পয়সায় লেনদেন। কোম্পানির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৩৩ কোটি ৮৬ লাখ ৪০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৩৮ লাখ ৬৩ হাজার ৫১৬টি।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪৫৩ বার পড়া হয়েছে ।
Tagged