ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৪ কোটি টাকার লেনদেন

সময়: রবিবার, ডিসেম্বর ১, ২০১৯ ৮:৫৯:০২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গতকাল ৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো: এশিয়া ইন্স্যুরেন্স, হাইডেলবার্গ সিমেন্ট, এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পাওয়ার গ্রীড, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স এবং এসকে ট্রিমস।
গতকাল ব্লক মার্কেটে এসব কোম্পানির মোট ৬ লাখ ৬৩ হাজার ৭৫১টি শেয়ার ৬ বার হাত বদল হয়েছে। টাকার অঙ্কে এগুলোর মোট মূল্য ছিল ৪ কোটি ৪১ লাখ ৫ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ব্লক মার্কেটে লেনদেনের সর্বোচ্চ অবস্থানে রয়েছে হাইডেলবার্গ সিমেন্ট। একবার হাত বদল হয়ে কোম্পানিটির মোট ২ কোটি ৮৬ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে পাওয়ার গ্রীড। একবার হাত বদল হয়ে ৭৬ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসকে ট্রিমস রয়েছে লেনদেনের তৃতীয় সর্বোচ্চ অবস্থানে। একবার হাত বদল হয়ে ৪৫ লাখ টাকার লেনদেন হয়েছে।
এছাড়া এশিয়া ইন্স্যুরেন্স ৫ লাখ ৪০ হাজার টাকা, এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৮ লাখ ২৬ হাজার টাকা, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্লক মার্কেটে ৪ কোটি টাকার লেনদেন

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

 

Share
নিউজটি ৬০৩ বার পড়া হয়েছে ।
Tagged