নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার অনুমোদন পাওয়া কোম্পানি বস্ত্র খাতের রিং শাইন টেক্সটাইল মিলস লিমিটেডের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর ২০১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আইপিও’র পরবর্তী প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৬ পয়সা। একই সময় কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২০ টাকা ১৭ পয়সা।
এদিকে ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ১৯ কোটি ৯৮ লাখ টাকা। আইপিও পূর্ববর্তী শেয়ারপ্রতি আয় হয়েছে ৭০ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির মুনাফা ছিল ১৪ কোটি ২১ লাখ টাকা এবং ইপিএস ছিল ৫০ পয়সা।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী