স্পট মার্কেটে যাচ্ছে ৪ কোম্পানি

স্পট মার্কেটে যাচ্ছে ২ কোম্পানি

সময়: বুধবার, ডিসেম্বর ১১, ২০১৯ ৬:৪২:৫৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: স্পট মার্কেটে যাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি। এগুলো হলো- বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড ও ওষুধ ও রসায়ন খাতের এমবি ফার্মাসিটিউক্যালস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামীকাল থেকে এ কোম্পানিদুটি স্পট মার্কেটে লেনদেন শুরু করবে। ১৫ ডিসেম্বর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। আগামী ১৭ ডিসেম্বর বিনিয়োগকারী নির্বাচনের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এ দিন লেনদেন স্থগিত থাকবে। ১৮ ডিসেম্বর থেকে স্বাভাবিক নিয়মে লেনদেন চালু হবে।

৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ইস্টার্ন লুব্রিকেন্টস ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগামী ৮ ফেব্রুয়ারি এর বার্ষিক সাধারণ সভা (এজিএম০ অনুষ্ঠিত হবে।
৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য এমবি ফার্মা ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগামী ৩১ ডিসেম্বর এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩৮৫ বার পড়া হয়েছে ।
Tagged