পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ‘বি’ ক্যাটাগরির রিজেন্ট টেক্সটাইলের বিশেষ সাধারণ সভা (ইজিএম) আজ অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আজ বেলা ১১.১৫ মিনিটে চট্টগ্রামের এসএস খালিদ রোডে অবস্থিত রিমা কনভেনশন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, আইপিও’র অর্থ ব্যবহারের সময়সীমা চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত পুনরায় বাড়াতে বিনিয়োগকারীদের সম্মতি নিতে এ ইজিএম অনুষ্ঠিত হবে। এর আগে কোম্পানিটিকে সর্বশেষ গত ৩০ জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। উল্লেখিত সময়সীমা ইতোমধ্যে উত্তীর্ণ হলেও আইপিও’র অবশিষ্ট অর্থ ব্যবহারে ব্যর্থ হয়েছে কোম্পানিটি। তাই পুনরায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী