নিজস্ব প্রতিবেদক : ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত হিসাব বছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিইএফটিএন এর মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য সমাপ্ত হিসাব বছরে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
এদিকে আজ কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ লেনদেন হয় ২৩ টাকা ৫০ পয়সায়। গত এক বছরে এ শেয়ারদর ২০ টাকা ৫০ পয়সা থেকে ৩৬ টাকা ৮০ পয়সায় ওঠানামা করে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি এবং পরিশোধিত মূলধন ১০৯ কোটি ৬৯ লাখ ৮০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৯৬ লাখ ৯৮ হাজার ৬৩২টি। ৩১ অক্টোবর ২০১৯ পর্যন্ত ৩০.৪১ শতাংশ শেয়ার রয়েছে পরিচালকদের হাতে, ২১.৬২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৪৭.৯৭ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী