বন্ড অনুমোদন পেল ডেল্টা ব্র্যাক হাউজিং

সময়: মঙ্গলবার, অক্টোবর ১৯, ২০২১ ৭:২৭:৩০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ৩০০ কোটি টাকার (ইস্যু মূল্য ২৬৩.২৪ কোটি) নন-কনভার্টেবল জিরো-কূপন বন্ডের প্রস্তাব অনুমোদন পেয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ডেল্টা ব্র্যাক হাউজিং। মঙ্গলবার (১৯ অক্টোবর) ৭৯৬তম কমিশন সভায় এই অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বন্ডটির ইউনিট লটের মূল্য ৪০ লাখ টাকা (ইস্যু মূল্য ৩৫০৯৮৪৬)। বন্ডটির ডিসকাউন্ট হার সর্বোচ্চ ৬%। যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাস্ট সংগঠন, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের অনুকুলে ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে ডেল্টা ব্র্যাক হাউজিং গৃহ ঋণ খাতে প্রদান করবে।

উক্ত বন্ডের ট্রাস্টি হিসাবে দায়িত্ব পালন করবে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়া অ্যারেঞ্জার হিসাবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

 

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৭৪ বার পড়া হয়েছে ।
Tagged