লেনদেনের সময় বেড়েছে পুঁজিবাজারে

সময়: বুধবার, মে ৫, ২০২১ ৭:৪৮:১৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ব্যাংক লেনদেনের সময় বৃদ্ধির সাথে মিল রেখে দেশের পুঁজিবাজারেও লেনদেনের সময় বেড়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৬ মে) থেকে বাজারে বেলা ১ টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন হবে। লেনদেন শুরু হবে যথারীরিত সকাল ১০টায়।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আজ বুধবার এই নির্দেশনা দিয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখাপাত্র মোহাম্মদ রেজাউল করিমও বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

উল্লেখ, আজ বুধবার বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে লেনদেনের সময় ১ ঘণ্টা বাড়িয়ে সকাল ১০ টাকা থেকে বেলা ২ পর্যন্ত নির্ধারণ করে। এর সাথে মিল রেখে পুঁজিবাজারেও লেনদেনের সময় এক ঘণ্টা বাড়ানো হয়। আজ বুধবার (৫ মে) পর্যন্ত পুঁজিবাজারে লেনদেনের সময়সূচি ছিল সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২ টা। আগামীকাল থেকে তা বেলা দেড়টা পর্যন্ত চলবে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪৩০ বার পড়া হয়েছে ।
Tagged