সূচক কমলেও বেড়েছে লেনদেন

বিদায়ী সপ্তাহে সূচকের মিশ্র প্রবণতায় বেড়েছে লেনদেন

সময়: শনিবার, মার্চ ২৬, ২০২২ ১১:৫৩:২৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২০-২৪ মার্চ’২২) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় বেড়েছে টাকার অংকের লেনদেনের পরিমাণ। ডিএসইর প্রধান সূচক কমলেও অপর দুইটি কমেছে। লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর ও বাজার মূলধন কমেছে। মোট লেনদেন বাড়লেও গড় লেনদেন কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইক্স ০.১৯ শতাংশ বা ১২.৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৫২.৮৭ পয়েন্টে। ডিএসই৩০ মূল্য সূচক ০.৩৪ শতাংশ বা ৮.২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৬৬.৭৪ পয়েন্টে। ডিএসইএস শরিয়াহ্ সূচক ০.১৭ শতাংশ বা ২.৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৫৬.৮১ পয়েন্টে।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া মোট ৩৯২টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০৫টি, কমেছে ২৬৪টি অপরিবর্তিত রয়েছে ১৬টির।

আলোচিত সপ্তাহে ডিএসইতে মোট ৯৬ কোটি ৬২ লাখ ৬৪ হাজার ৪২৪টি শেয়ার ৬ লাখ ৯৪ হাজার ৩০বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৩ হাজার ৯০১ কোটি ১৯ লাখ ৮৩ হাজার ৫৭ টাকা। অর্থাৎ আগের সপ্তাহের তুলনায় লেনদেন বেড়েছে ০.৩৮ শতাংশ বা ১৪ কোটি ৬০ লাখ ৯০ হাজার ৮১৫২ টাকা।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড় ১৯ কোটি ৩২ লাখ ৫২ হাজার ৮৮৫টি শেয়ার এক লাখ ৩৮ হাজার ৮০৬বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৭৮০ কোটি ২৩ লাখ ৯৬ হাজার ৬১১ টাকা। যা আগের সপ্তাহের তুলনায় ১৯.৭০ শতাংশ বা ১৯১ কোটি ৪০ লাখ ৭৬ হাজার ৪৪৯ টাকা কম।

গত সপ্তাহের প্রথম কার্যদিবসে বাজার মূলধন ছিল ৫ লাখ ৪০ হাজার ৭৯২ কোটি ৬২ লাখ ৮২ হাজার ৯৭০ টাকা, যা সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ৫ লাখ ৩৮ হাজার ২৬৩ কোটি ৩৪ লাখ ২ হাজার ৭৩১ টাকায়। অর্থাৎ আগের সপ্তাহের তুলনায় বাজার মূলধন কমেছে ০.৪৭ শতাংশ বা ২ হাজার ৫২৯ কোটি ২৮ লাখ ৮০ হাজার ২৩৯ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে ৫ কোটি ৯৭ লাখ ২ হাজার ৯৭৬টি শেয়ার ৪২ হাজার ৩৮২বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১৩৩ কোটি ৭৪ লাখ ১ হাজার ৮০ টাকা ৩০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১২ কোটি ৮৮ লাখ ৯৬ হাজার ১৩০ টাকা ১০ পয়সা।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩.৩৮ পয়েন্ট বা ০.০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৮২৪.৫৭ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৩.১৪ পয়েন্ট বা ০.০২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৮৯৩.৬৭ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ১০৪.৬১ পয়েন্ট বা ০.৭৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২১০.৭৯ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৫.৮৯ পয়েন্ট বা ০.৪০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৬৭.৮৪ পয়েন্টে এবং সিএসআই ১.৯৬ পয়েন্ট বা ০.১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৩৭.৫৯ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৩টি, কমেছে ২৩৫টি এব অপরিবর্তিত রয়েছে ৯টির।

দৈনিক শেয়ারবাজার পতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ১৯৮ বার পড়া হয়েছে ।
Tagged