নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত পিপলস ইন্স্যুরেন্সের পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালক মো. জাফর আহমেদ পাটোয়ারি ১ লাখ শেয়ার সাধারণ মার্কেট থেকে ক্রয়ের ঘোষণা দিয়েছেন।
অন্যদিকে, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক জহুরুল ইসলাম চৌধুরি তার হাতে থাকা মোট ২ লাখ ৮ হাজার ৪৮০টি শেয়ারের মধ্যে ৭৫ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাজারদর অনুযায়ী এসব শেয়ার ক্রয়-বিক্রয় করা হবে।
এদিকে আজ পিপলস ইন্স্যুরেন্সের প্রতিটি শেয়ার সর্বশেষ ২১ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারের দর ১৫ টাকা ৮০ পয়সা থেকে ২৮ টাকায় লেনদেন হয়।
এছাড়া আজ ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের প্রতিটি শেয়ার সর্বশেষ ৫৬ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারের দর ৫৩ টাকা ৯০ পয়সা থেকে ৭৯ টাকা ১০ পয়সায় লেনদেন হয়।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী