শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা

সময়: বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০১৯ ৬:০৬:২৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ঢাকা ব্যাংকের পরিচালক শেয়ার ক্রয়ের ও ইউনিয়ন ক্যাপিটেলের পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ঢাকা ব্যাংকের পরিচালক রাখি দাস গুপ্তা ৩ লাখ ৯০ হাজার শেয়ার সাধারণ মার্কেট থেকে ক্রয়ের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে ইউনিয়ন ক্যাপিটেলের পরিচালক মো. ফাইজুর রহমান তার হাতে থাকা মোট ৭৯ লাখ ৬০ হাজার ৯০৫টি শেয়ারের মধ্যে ১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে বাজারদর অনুযায়ী এসব শেয়ার ক্রয়-বিক্রয় করা হবে।
অন্যদিকে, পূর্বঘোষণা অনুযায়ী ২ কোম্পানির উদ্যোক্তা শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। কোম্পানি দুইটি হচ্ছে- প্রাইম ইন্স্যুরেন্স ও রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, প্রাইম ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক গোলে আফরোজা বানু ঘোষণা অনুযায়ী ১০ লাখ ৪৮ হাজার ৪৬৭টি শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।
অন্যদিকে রিলায়েন্স ইন্স্যুরেন্সের কর্পোরেট পরিচালক মিনহার ফিশারিজ লিমিটেড ২৪ লাখ ৫২ হাজার ১৯৯টি শেয়ার বিক্রি সম্পন্ন করেছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৭৫৬ বার পড়া হয়েছে ।
Tagged