শেয়ার হস্তান্তর করবেন ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের পরিচালক

সময়: বুধবার, আগস্ট ৭, ২০১৯ ১:০৯:১৪ অপরাহ্ণ


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ‘এ’ ক্যাটাগরির ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের এক পরিচালক শেয়ার হস্তান্তর করার ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, কোম্পানির পরিচালক মিসেস তাসলিমা আক্তার তার ধারণ করা মোট ২৩ লাখ ৮০ হাজার ১৭৬ টি শেয়ারের মধ্যে ৮ লাখ ২৭ হাজার শেয়ার তার স্বামী মো. কামাল উদ্দিন আহমেদকে উপহার স্বরুপ হস্তান্তর করবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এসব শেয়ার হস্তান্তর করা হবে।
প্রতিটি শেয়ার সর্বশেষ ২৬ টাকা ২০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ার দর ১৭ টাকা ৯০ পয়সা থেকে ৩৬ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়। সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে কোম্পানিটির শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ১৭.৭৭। হালনাগাদ অনিরিক্ষিত মুনাফার ভিত্তিতে মূল্য আয় অনুপাত ১৩.৯৯।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪৮৮ বার পড়া হয়েছে ।
Tagged