ডেস্ক রিপোর্ট : রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা করছে সরকার। এ জন্য পর্যায়ক্রমে দেশের রাষ্ট্রায়ত্ত সকল পাটকল পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) এর আওতায় আনা হবে। গতকাল বুধবার দুপুরে দেশের অন্যতম বেসরকারি পাটকল জনতা জুটমিলের বিভিন্ন ইউনিট পরিদর্শন শেষে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) সাংবাদিকদের একথা বলেন।
মন্ত্রী বলেন, বরাবর বেসরকারি মিলগুলো লাভ করলেও রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো লোকসানের মুখে পড়ছে। এর প্রকৃত কারণ খতিয়ে দেখে ব্যবস্থা নিতে সরকারের নজরদারি রয়েছে। এসময় নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দীলিপ, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব বেলায়েত হোসেন, যুগ্ম সচিব খুরশিদ আলম, জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, জনতা জুট মিলের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মাহমুদুল হক, জনতা জুট মিলের পরিচালনা পরিষদের সভাপতি সাইফুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান