উৎপাদন বন্ধ

‘জেড’ ক্যাটাগরিতে আর এন স্পিনিং

সময়: বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০১৯ ১২:৪৩:২৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আর এন স্পিনিং মিলসের উৎপাদন গত ছয় মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। আর এ কারণে কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, আজ বৃহস্পতিবার থেকে কোম্পাটির লেনদেন ‘জেড’ ক্যাটাগরিতে হবে। একই সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর নির্দেশনা অনুযায়ী কোম্পানিটির শেয়ার লেনদেনে কোনো প্রকার ঋণ সুবিধা দেয়া যাবে না।
গত এপ্রিল মাসে আর.এন স্পিনিংয়ের কারখানায় আগুন লাগে। এরপর থেকে কোম্পানিটির উৎপাদন বন্ধ রয়েছে। কুমিল্লা ইপিজেডে কারখানায় আগুনে বেশির ভাগ মেশিনারিজ নষ্ট হয়ে গেছে। কারখানায় ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে। সব ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রায় ২ বছর সময় লাগবে বলে কোম্পানিটি জানিয়েছিল। পুঁজিবাজারে ২০১০ সালে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৯২ কোটি ৫৪ লাখ টাকা। কোম্পানির শেয়ার সংখ্যা ৩৯ কোটি ২৫ লাখ ৪৪ হাজার ৮৩৪টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৩ দশমিক ৩৬ শতাংশ, সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৬ দশমিক ৬৪ শতাংশ শেয়ার আছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৯৯ বার পড়া হয়েছে ।
Tagged