সফটওয়্যার ব্যবসা করবে সুহৃদ ইন্ডাষ্ট্রিজ

সময়: বুধবার, মে ২৯, ২০১৯ ৬:৩৩:৪৮ অপরাহ্ণ


জয়েন্ট ভেঞ্চারে সফটওয়্যারের নতুন ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সুহৃদ ইন্ডাষ্ট্রিজ লিমিটেড। যেহেতু আগামী ৩০ জুন,২০২৪ সাল পর্যন্ত এই ব্যবসায় কোনো ট্যাক্স দিতে হবে না তাই এখান থেকে ভালো সম্ভাবনা দেখছে কোম্পানি কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি এজন্য গতকাল বুধবার, ২৬ জুন ইনফোস্যাপেক্স লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। ইনফোস্যাপেক্স-সুহৃদ জেভিসি (জয়েন্ট ভেঞ্চার কনর্সোটিয়াম) মাধ্যমে আইসিটি পণ্যের ব্রান্ডিং ও উন্নয়নে রোবোটিক্স প্রক্রিয়া অটোমেশন, ব্যবসা প্রক্রিয়া অটোমেশন ও অন্যান্য সফ্টওয়্যারের কাজ করবে। ব্যসায়য়ে উভয় কোম্পানি খরচ-লাভ সমান ভিত্তিতে ভাগ হবে।

Share
নিউজটি ৯৭৯ বার পড়া হয়েছে ।