প্রাণের সুখবর: তিন পণ্যে বিএসটিআই’য়ের কোনো আপত্তি নেই

সময়: বুধবার, মে ২৯, ২০১৯ ৬:৩৯:২৫ অপরাহ্ণ


পুঁজিবাজারে তালিকাভুক্ত এএমসিএল (প্রাণ) এর পণ্য শুধু বাংলাদেশেই নয় ভারতেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু সম্প্রতি প্রাণের পণ্যে ভেজাল পাওয়ায় এ কোম্পানির ব্যবসায় যেন কালো নজর পড়েছে। ডিপার্টমেন্টাল শপ থেকে শুরু করে এলাকার মুদি দোকান পর্যন্ত প্রাণের পণ্য বিক্রি করতে হিমসিম খাচ্ছে। কাস্টমার প্রাণের পণ্য দেখলেই যেন ভয়ে স্পর্শই করছে না। এতে কোম্পানিটির পণ্য বিক্রি অনেক কমে গেছে যার নেতিবাচক প্রভাব কোম্পানির আর্থিক প্রতিবেদনে উঠে আসবে। এদিকে ভেজাল পণ্য বিক্রি করায় প্রাণের চেয়ারম্যান বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার খবর সারাদেশ জুড়েই ছড়িয়ে পড়েছে। প্রাণ কোম্পানি ধ্বংস হয়ে যাচ্ছে এমনটা ধারণা করা হলেও সম্প্রতি কোম্পানিটির একটি ইতিবাচক খবর রয়েছে।

প্রাণ কোম্পানির পক্ষ থেকে প্রতিষ্ঠানটির তিনটি পণ্য হলুদের গুঁড়া, কারি পাওডার এবং লাচ্চা সেমাইয়ের ওপর মতামতা জানতে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) এর কাছে তিনটি আলাদা চিঠি পাঠিয়েছে। বিএসটিআই প্রাণের উল্লেখিত তিন পণ্যে কোনো ভেজাল নেই এবং স্ট্যান্ডার্ড প্রডাক্ট বলে সার্টিফাইড করেছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাণ কোম্পানির তিনটি পণ্য হলুদের গুঁড়া, কারি পাওডার এবং লাচ্চা সেমাই উৎপাদন ও বিক্রি করতে কোনো বাধা থাকতে না।

Share
নিউজটি ৪০৬ বার পড়া হয়েছে ।