সম্পদ পুর্নমূল্যায়ন করেছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স

সময়: সোমবার, ডিসেম্বর ২৩, ২০১৯ ৭:৪৫:২০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বীমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ সম্পদ পুর্নমূল্যায়ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বি সাহা অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টটেন্টস ঢাকার গুলশানে অবস্থিত প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১১.৮০ ডেসিমেল জমি পুর্নমূল্যায়ন করেছে।
৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির কস্ট ভ্যালু ছিল ৬ কোটি ৪০ লাখ ৩ হাজার ৩৪৭ টাকা। এছাড়া মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির মার্কেট ভ্যালু ছিল ৩২ কোটি ৪৫ লাখ টাকা।
সম্পদ পুর্নমূল্যায়নের পর কোম্পানিটির মোট উদ্বৃত্ত টাকার পরিমাণ দাঁড়িয়েছে ২৬ কোটি ৪ লাখ ৯৬ হাজার ৬৫৩ টাকা।
আজ প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের প্রতিটি শেয়ার সর্বশেষ লেনদেন হয় ৩৮ টাকা ৯০ পয়সায়। গত এক বছরে এ শেয়ারের দর ১৩ টাকা থেকে ৪২ টাকা ৫০ পয়সায় ওঠানামা করে। এর অনুমোদিত মূলধন ৬০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৩ কোটি ২২ লাখ ৩০ হাজার টাকা। বর্তমানে রিজার্ভে রয়েছে ১০ কোটি ৯ লাখ ২০ হাজার টাকা। এর মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৩২ লাখ ২৩ হাজার ১২টি।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৫৪৫ বার পড়া হয়েছে ।
Tagged