পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি আল-আরাফাহ ইসলামি ব্যাংক তাদের সহযোগী কোম্পানি মিলেনিয়াম ইনফর্মেশন সলিউশনের ধারণ করা শেয়ারের পরিমাণ ১০ শতাংশে কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র অনুযায়ী, বর্তমানে মিলেনিয়াম ইনফর্মেশন সলিউশন লিমিটেডের ৫১ শতাংশ শেয়ার রয়েছে আল-আরাফাহ ইসলামি ব্যাংকের কাছে। আগামী ৩ বছর অর্থাৎ ২০২২ সালের ৩১ জুলাইয়ের মধ্যে এ শেয়ারের পরিমান ১০ শতাংশে কমিয়ে আনা হবে।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২ জুলাই আল-আরাফাহ ইসলামি ব্যাংক সহযোগী কোম্পানির শেয়ারের পরিমাণ কমিয়ে আনার অনুমতি চেয়ে বাংলাদেশ ব্যাংক বরাবর আবেদন করেছিল। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে অনুমতি প্রদান করে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী