২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

সাফকো স্পিনিংয়ের বোর্ডসভার তারিখ ঘোষণা

সময়: বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০১৯ ৭:০২:৪৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেডের বোর্ডসভার তারিখ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ২২ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় এ কোম্পানির বোর্ডসভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর ২০১৯ সমাপ্ত হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে।
গতকাল প্রতিটি শেয়ার সর্বশেষ ৮ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ার দর ৮ টাকা ৫০ পয়সা থেকে ২৫ টাকা ২০ পয়সায় লেনদেন হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২৯ কোটি ৯৮ লাখ ২০ হাজার টাকা। বর্তমানে রিজার্ভে রয়েছে ২৩ কোটি ২০ হাজার টাকা। ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ২০১৮ সমাপ্ত হিসাববছরে ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪৮৩ বার পড়া হয়েছে ।
Tagged