সাফকো স্পিনিং মিলসের নো ডিভিডেন্ড ঘোষণা

সময়: শনিবার, নভেম্বর ২৩, ২০১৯ ৬:২৮:৩২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ‘বি’ ক্যাটাগরির কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেড ৩০ জুন ২০১৯ সমাপ্ত আর্থিকবছরে বিনিয়োগকারীদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৯ পয়সা। শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ২৯ পয়সা এবং শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭ টাকা ২৩ পয়সা।
ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর সকাল ১১.৩০ মিনিটে হবিগঞ্জে অবস্থিত সাফকো স্পিনিং মিলস লিমিটেডের কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত হবে। বিনিয়োগকারী নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১১ নভেম্বর। কোম্পানিটি ২০১৮ সালে ৩ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৫৪৩ বার পড়া হয়েছে ।
Tagged