নিজস্ব প্রতিবেদক: স্পট মার্কেটে লেনদেন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি। এগুলো হলো: ইস্টার্ন হাউজিং, সামিট পাওয়ার ও পেনিনসুলা চিটাগাং লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলো আগামীকাল মঙ্গলবার ও বুধবার স্পট মার্কেটে লেনদেন করবে। আগামী ১৭ অক্টোবর বৃহস্পতিবার বিনিয়োগকারী নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এদিন কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে।
এদিকে আজ ইস্টার্ন হাউজিংয়ের প্রতিটি শেয়ার সর্বশেষ লেনদেন হয় ৪৪ টাকা ৬০ পয়সায়। গত এক বছরে এ শেয়ারের দর ৪৩ টাকা ২০ পয়সা থেকে ৬৮ টাকায় ওঠানামা করে।
সামিট পাওয়ারের প্রতিটি শেয়ার সর্বশেষ লেনদেন হয় ৪১ টাকা ২০ পয়সায়। গত এক বছরে এ শেয়ারের দর ৩৭ টাকা ২০ পয়সা থেকে ৫০ টাকা ৫০ পয়সায় ওঠানামা করে।
এদিকে পেনিনসুলা চিটাগাংয়ের প্রতিটি শেয়ার আজ সর্বশেষ লেনদেন হয় ১৮ টাকা ১০ পয়সায়। গত এক বছরে এ শেয়ারের দর ১৭ টাকা ৯০ পয়সা থেকে ৩৫ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়।
স্পট মার্কেটে যাচ্ছে ৩ কোম্পানি
সময়: সোমবার, অক্টোবর ১৪, ২০১৯ ৬:৫৮:০১ অপরাহ্ণ