নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল লিমিটেডের উৎপাদন প্রায় দুই মাস ধরে বন্ধ। তবুও কোম্পানির শেয়ার দর লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। গত ১৮ কার্যদিবসে কোম্পানির শেয়ার দর বেড়েছে ৭১ শতাংশের বেশি। উৎপাদন বন্ধ থাকা কোম্পানিটির দর টানা বৃদ্ধির বিষয়টি বিনিয়োগকারীদের পাশাপাশি স্টক এক্সচেঞ্জও অস্বাভাবিক মনে করছেন। তাই কোম্পানির দর বাড়ার পেছনের কারণ খুঁজছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
শেয়ার দর পর্যালোচনায় দেখা গেছে, কোম্পানির শেয়ার গতকাল বুধবার সর্বশেষ ৭৪ টাকায় লেনদেন হয়েছে। এদিন কোম্পানির শেয়ার সর্বোচ্চ ৭৮ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়। আর গত ২১ জুলাই কোম্পানির শেয়ার ৪৩ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে। আলোচ্য সময়ে মধ্যে কোম্পানির শেয়ার দর ৭১ শতাংশ বা ৩০ টাকার বেশি বেড়েছে।
এদিকে নানা সঙ্কটে রয়েছে আলহাজ্ব টেক্সটাইল। এর মধ্যে চলতি মূলধন সঙ্কট, বাজারে পণ্যের চাহিদা কমায় লোকসানে পড়েছে প্রতিষ্ঠানটি। এই সঙ্কটের মধ্যেই কোম্পানির কারাখানায় কিছুটা আধুনিকায়ন করার চেষ্টা করা হচ্ছে। ফলে প্রতিষ্ঠানটি গত ২৫ জুন থেকে এক মাস সময় নিয়ে কারখানায় উৎপাদন বন্ধ করেছে। পরবর্তীতে আরও দুই দফা সময় বাড়ালেও কাজ শেষ করতে পারেনি আলহাজ্ব টেক্সটাইল। ফলে বন্ধই রয়েছে উৎপাদন। অথচ এ পরিস্থিতিতেও বাজারে কোম্পানির শেয়ার দর লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। উৎপাদন বন্ধ থাকা একটি কোম্পানির দর বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে সংশয় দেখা দিয়েছে। বিষয়টিকে অস্বাভাবিক মনে করছেন তারা। একই সঙ্গে টানা দর বাড়ার বিষয়টিকে অস্বাভাবিক মনে করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিটিকে একটি নোটিশ দিয়েছে। নোটিশে দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য আছে কিনা তা জানতে চেয়েছে ডিএসই।
এ সম্পর্কে কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা ও কোম্পানি সচিব শওকত আলী ‘দৈনিক শেয়ারবাজার প্রতিদিন’কে বলেন, কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা আশ্চর্য, যে কোম্পানির উৎপাদন বন্ধ, কোম্পানির কোনো ডিক্লারেশন নেই অথচ দর বাড়ছে। দর বাড়ার পেছনে কোম্পানির নিকট কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য নেই।
এদিকে বাজার সংশ্লিষ্টরা বলছেন, কোনো কোম্পানির ইতিবাচক খবরে ওই প্রতিষ্ঠানের শেয়ার দর বৃদ্ধি পায় এবং নেতিবাচক খবরে দর কমে- এটাই স্বাভাবিক। কিন্তু আলহাজ্ব টেক্সটাইল লোকসানে রয়েছে, উৎপাদন বন্ধ, হিসাবে নানা অনিয়মের খবরও গণমাধ্যমে এসেছে। তবুও কোম্পানির শেয়ার দর ঊর্ধ্বমুখী। বিষয়টি সন্দেহজনক। তাই এর পেছনে কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা তা বিএসইসি’র খতিয়ে দেখা উচিত।
প্রসঙ্গত, সম্প্রতি কোম্পানিটির বিগত তৃতীয় প্রান্তিকের হিসাবে নানা অনিয়ম ধরা পড়েছে। সে বিষয়ে কোম্পানির নিকট ব্যাখ্যা চেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান