২৫ কোম্পানির এজিএম আগামীকাল

সময়: বুধবার, ডিসেম্বর ১১, ২০১৯ ৮:২০:৪২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৫ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স : পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এজিএম বেলা ১১টায় ঢাকাস্থ বাংলামোটরে পদ্মা লাইফ টাওয়ারে অনুষ্ঠিত হবে।

ডোরিন পাওয়ার: ডোরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের এজিএম বেলা ১১টায় ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

একমি ল্যাবরেটরিজ : দি একমি ল্যাবরেটরিজের এজিএম সকাল সাড়ে ১০টায় মিরপুরে অবস্থিত পিএসসি কনভেনশন হলরুমে অনুষ্ঠিত হবে।

এপেক্স ফুডস : এপেক্স ফুডস লিমিটেডের এজিএম বেলা ১১টায়, ঢাকার গুলশানে অবস্থিত স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।

এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং : এ কোম্পানির এজিএম সকাল ৯টায় স্পেক্ট্রা কনভেনশন সেন্টাওে অনুষ্ঠিত হবে।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস : স্কয়ার ফার্মাসিটিউক্যালসের এজিএম সকাল ১০টায় ঢাকা ক্লাবের স্যামসান এইচ চৌধুরী সেন্টারে অনুষ্ঠিত হবে।

স্কয়ার টেক্সটাইল : স্কয়ার টেক্সটাইলের এজিএম বেলা ১১টায় স্যামসান এইচ চৌধুরী সেন্টারে অনুষ্ঠিত হবে।

কাশেম ইন্ডাস্ট্রিজ : কাশেম ইন্ডাস্ট্রিজের এজিএম সকাল সাড়ে ১০টায় রাওয়া কমপ্লেক্সের ঈগল হল রুমে অনুষ্ঠিত হবে।

অলটেক্স : অলটেক্স ইন্ডাস্ট্রিজের এজিএম বেলা ১১টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে কোম্পানির রেজিস্ট্রার্ড অফিসে অনুষ্ঠিত হবে।

ইফাদ অটোস : ইফাদ অটোসের এজিএম দুপুর ১২টায় ধামরাইয়ে অনুষ্ঠিত হবে।

ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কস : ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কসের এজিএম বেলা সাড়ে ১১টায় নিউ ইস্কাটন রোড হোমটাউন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের লেভেল-৫ এ আইভি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।

প্যাসিফিক ডেনিমস: প্যাসিফিক ডেনিমসের এজিএম বেলা ১১টায় স্পেক্ট্রা কনভেনশন সেন্টাওে অনুষ্ঠিত হবে।

বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস : বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকসের এজিএম বেলা ১১টায় বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে ঢাকাতে অনুষ্ঠিত হবে।

অ্যাডভেন্ট ফার্মা : অ্যাডভেন্ট ফার্মার এজিএম বেলা ১১টায় ঢাকার ধামরাইয়ে বিএসসিআইসি ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে অনুষ্ঠিত হবে।

সামিট অ্যালায়েন্স পোর্ট : সামিট অ্যালায়েন্স পোর্টেও এজিএম বেলা সাড়ে ১১টায় সাউথ পতেঙ্গা চিটাগাংয়ে অনুষ্ঠিত হবে।

সালভো কেমিক্যাল : সালভো কেমিক্যালের এজিএম বেলা ১১টায় ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মতিঝিলের এজিবি কলোনিতে অনুষ্ঠিত হবে।

সায়হাম কটন মিলস : সায়হাম কটন মিলসের এজিএম বেলা ১১টায় মিল প্রাঙ্গণ নয়াপাড়া সায়হাম নগর মাধবপুরে অনুষ্ঠিত হবে।

ফাইন ফুডস : ফাইন ফুডসের এজিএম দুপুর সাড়ে ১২টায় কিশোরগঞ্জে অনুষ্ঠিত হবে।

মতিন স্পিনিং মিলস : মতিন স্পিনিং মিলসের এজিএম বেলা ১১টায় গাজীপুওে কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

সায়হাম টেক্সটাইল : সায়হাম টেক্সটাইলের এজিএম দুপুর সাড়ে ১২টায় ি মল প্রাঙ্গণ, নয়াপাড়া হবিগঞ্জে অনুষ্ঠিত হবে।

আমান কটন : আমান কটনের এজিএম বেলা ১১টায় গাজীপুরে কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গণে, অনুষ্ঠিত হবে।

ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস : ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের এজিএম সকাল ১০টায় বরিশালের নিস্বর্গ এন্টারটেইনমেন্ট জোনে অনুষ্ঠিত হবে।

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড : ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের এজিএম সকাল ১০টায় শাহীন গলফ ক্লাব কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।

অগ্নি সিস্টেমস : অগ্নি সিস্টেমসের এজিএম সকাল ১০টায় ঢাকাল গুলশানে সেলিব্রেটি কনভেনশন হল রুমে অনুষ্ঠিত হবে।

ফারইস্ট নিটিং অ্যান্ড ডায়িং : ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজের এজিএম সকাল সাড়ে ১০টায়, গাজীপুরে কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪৬৭ বার পড়া হয়েছে ।
Tagged